ঢাকা: এক্সিম ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পদোন্নতি লাভ করেছেন মো. হুমায়ুন কবীর। এর আগে তিনি একই ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও হিসেবে কর্মরত ছিলেন।
মো. হুমায়ুন কবীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর ১৯৮৪ সালে ন্যাশনাল ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে যোগদানের মাধ্যমে তার ব্যাংকিং জীবন শুরু করেন। অতঃপর ১৯৯৯ সালে এক্সিম ব্যাংকের প্রতিষ্ঠালগ্নে অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট হিসেবে এই ব্যাংকে যোগ দেন। এক্সিম ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি সেরা পারফরমার হিসেবে পরপর তিনবছর তিনি স্বর্ণপদকে ভূষিত হন।
প্রায় ৩১ বছরের ব্যাংকিং কর্মজীবনে মো. হুমায়ুন কবীর দেশে এবং দেশের বাইরে বিভিন্ন ব্যাংকিং সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এএ/