ঢাকা: শিক্ষার উন্নয়নে ‘দ্য থার্ড প্রাইমারি এডুকেশন ডেভলপমেন্ট প্রোগ্রামে (পিডিপি-৩)’ ৩১ কোটি ৩৯ লাখ টাকা (জাপানি মুদ্রা-৪৯০ মিলিয়ন ইয়েন) অনুদান দিয়েছে জাপান সরকার।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে বাংলাদেশ ও জাপান সরকারের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি সই অনুষ্ঠিত হয়।
‘বিনিময় নোট’ ও অনুদান চুক্তি’তে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন সই করেন।
অন্যদিকে জাপান সরকরের পক্ষে ‘বিনিময় নোটে’ সই করেন রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবি। আর অনুদান চুক্তিতে মিকিও হাতাইদি স্বাক্ষর করেন।
পিডিপি-৩ কার্ক্রমের আওতায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আধুনিক পদ্ধতিতে গণিত ও বিজ্ঞান পাঠদান বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে শ্রেণিকক্ষের মান উন্নত করা হবে।
এছাড়া শিক্ষার মানোন্নয়নের জন্য পর্যায়ক্রমে সব প্রাথমিক বিদ্যালয় গণিত ও বিজ্ঞান শিক্ষার সঙ্গে সংশ্লিষ্ট যন্ত্রপাতি কেনা হবে।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৬
এমআইএস/এমএ