ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নিরাপদে গ্যাস ব্যবহার

ফরিদপুরে বসুন্ধরা এলপি গ্যাসের কর্মশালা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
ফরিদপুরে বসুন্ধরা এলপি গ্যাসের কর্মশালা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: বাড়িতে নিরাপদে গ্যাস ব্যবহার করতে ফরিদপুরে গৃহিণীদের নিয়ে বসুন্ধরা এলপি গ্যাসের ‘নিরাপদ নিবাস কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ফেব্রুয়ারি) দিনব্যাপী এলপি গ্যাস সিলিন্ডার দুর্ঘটনা প্রতিরোধ এবং এলপি গ্যাস ব্যবহার বিষয়ক জনসচেতনতা তৈরির লক্ষ্যে দেশব্যাপী কর্মসূচির আওতায় ভিন্নধর্মী এ কর্মশালার আয়োজন করে বসুন্ধরা এলপি গ্যাস কর্তৃপক্ষ।



শহরের থানা রোডের একটি চায়নিজ রেস্টুরেন্টে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএলপিজিএল ও এসআইসিএলের জিএম (সেলস) মীর টি আই ফারুক।

আরও উপস্থিত ছিলেন ডিভিশনাল ম্যানেজার (খুলনা) মো. হাবিবুর রহমান, ব্র্যান্ড বিভাগের মো. আরিফ সিদ্দিক, বসুন্ধরা এলপি গ্যাসের ফরিদপুরের পরিবেশক মো. আতিকুর রহমান খান, মো. ইউনুস আলী খান, মো. হেলাল উদ্দিন শিকদার, মজিবর খন্দকার ও রফিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মীর টি আই ফারুক বলেন, সঠিক মান নিয়ন্ত্রণের কারণে বসুন্ধরা এলপি গ্যাস আজ দেশে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে। এলপি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কারণ এবং প্রতিকার বিষয়ে আজ পর্যন্ত কোনো কম্পানিই গ্রাহকদের সচেতনতা সৃষ্টিতে কাজ করেনি। ব্যতিক্রম শুধু বসুন্ধরা এলপি গ্যাস।

সারাদেশে গৃহিণীদের মাঝে এসব বিষয় নিয়ে সচেতন করতে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতি জেলায় পর্যায়ক্রমে নিরাপদ নিবাস কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে।

অবৈধ গ্যাস রি-ফিলিং রোধে কোম্পানি ব্যবসায়ী ও গ্রাহকদের দৃষ্টি আকর্ষণের পাশাপাশি এর বিপক্ষে জনমত গড়ে তোলার আহবান জানান বক্তারা।

দিনব্যাপী এ কর্মশালায় ফরিদপুর জেলার দু’শতাধিক গৃহিণী অংশ নেন। পরে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র শেষে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৬
আরকেবি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।