ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৫ দিন পর সোনা মসজিদ বন্দর দিয়ে পাথর আমদানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
৫ দিন পর সোনা মসজিদ বন্দর দিয়ে পাথর আমদানি শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁপাইনবাবগঞ্জ: পাঁচ দিন বন্ধ থাকার পর সোনা মসজিদ স্থলবন্দরে পাথর আমদানি কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল থেকে পাথর আমদানি শুরু হয়।



ভারতের মহদীপুর স্থলবন্দর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন হল রুমে বুধবার দিনব্যাপী সমঝোতা বৈঠক শেষে দুই দেশের ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত নেন।

সোনা মসজিদ স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি কাবিরুল ইসলাম খোকন বিষয়টি জানান।

তিনি জানান, বুধবার ভারতের এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে পাথর আমদানি শুরু হয়েছে।

বৈঠকে সোনা মসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের পাথর ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। অন্যদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন মহদীপুর এক্সপোর্ট ‍অ্যাসোসিয়েশনের সভাপতি রাম ঘোষ, সাধারণ সম্পাদক শ্রী সুকুমার সাহাসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

এদিকে সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে গত পাঁচদিন ধরে পাথর আমদানি বন্ধ থাকায় সরকার প্রায় সাড়ে চার কোটি টাকা রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে বলে পাথর ব্যবসায়ীরা জানিয়েছেন।

ভারত থেকে রপ্তানিকারকরা সে সমস্ত পাথর রপ্তানি করছিলো তা অত্যন্ত নিম্নমানের এবং প্রতি ট্রাকে কমপক্ষে দুই থেকে তিন টন করে ডাস্ট আসছিলো। এছাড়াও ভারতীয় রপ্তানিকারকরা অযৌক্তিক খরচ ও পাথরের মূল্য বৃদ্ধি করেছিলো। এর প্রতিবাদে সোনা মসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানি গ্রুপের পাথর বিষয়ক উপ-কমিটি গত শনিবার (৬ ফেব্রুয়ারি) থেকে প্রথমে ছোট পাথর ও পরে বোল্ডার পাথর আমদানি বন্ধ ঘোষণা করে।

সোনা মসজিদ স্থলবন্দরের অপারেশন কর্মকর্তা মাইনুল ইসলাম বাংলানিউজকে জানান, পাঁচদিন বন্ধ থাকার পর সকাল থেকে আমদানি শুরু হওয়ায় পাথর বোঝাই গাড়ির অনেক চাপ, সকাল ১১টা পর্যন্ত এ বন্দরে ৮০টি ভারতীয় ট্রাক প্রবেশ করেছে।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।