ঢাকা: ডিপিডিসি গ্রাহকরা এখন থেকে সিটি ব্যাংকের নির্ধারিত শাখা এবং ইন্টারনেট ব্যাংকিং প্লাটফর্মের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ইউটিলিটি বিল জমা দেওয়ার সুবিধা পাবেন।
সিটি ব্যাংক ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) মধ্যে সম্প্রতি এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।
সিটি ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং ডিপিডিসি’র পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ব্রি. জেনারেল (অব.) মো. নজরুল হাসান চুক্তি স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক এম আহমেদ, ক্যাশ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হেড তাহসিনহক, ডিপিডিসি-এর নির্বাহী পরিচালক (অপারেশন) এটি এম হারুনুর রশীদ ও ফিন্যান্স ডিভিশনের নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এটি