ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সিটি ব্যাংকে দেওয়া যাবে ডিপিডিসি ইউটিলিটি বিল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
সিটি ব্যাংকে দেওয়া যাবে ডিপিডিসি ইউটিলিটি বিল

ঢাকা: ডিপিডিসি গ্রাহকরা এখন থেকে সিটি ব্যাংকের নির্ধারিত শাখা এবং ইন্টারনেট ব্যাংকিং প্লাটফর্মের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ইউটিলিটি বিল জমা দেওয়ার সুবিধা পাবেন।

সিটি ব্যাংক ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) মধ্যে সম্প্রতি এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।



সিটি ব্যাংকের পক্ষে উপ-ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ এবং ডিপিডিসি’র পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ব্রি. জেনারেল (অব.) মো. নজরুল হাসান চুক্তি স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফারুক এম আহমেদ, ক্যাশ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট হেড তাহসিনহক, ডিপিডিসি-এর নির্বাহী পরিচালক (অপারেশন) এটি এম হারুনুর রশীদ ও ফিন্যান্স ডিভিশনের নির্বাহী পরিচালক মো. গোলাম মোস্তফা।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।