ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খামারিদের ঋণ সহায়তা দেবে এফবিসিসিআই

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
খামারিদের ঋণ সহায়তা দেবে এফবিসিসিআই ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের প্রতিটি জেলায় ৫ হাজার গরু পালনের ব্যবস্থা রেখে একটি করে খামার করতে অর্থঋণ সহায়তার আশ্বাস দিয়েছেন এফবিসিসিআই প্রেসিডেন্ট শিল্পপতি আব্দুল মাতলুব আহমাদ। আর প্রত্যেক খামারিকে অন্তত ২০০ গরুর খামার তৈরির জন্য সহযোগিতার কথাও জানান তিনি।


 
পাশাপাশি টেকনিক্যাল সাপোর্ট এবং বিল্ডিং করার অর্থ সহায়তা দেওয়া হবে বলেও জানান এফবিসিসিআই প্রেসিডেন্ট।
 
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে মৎস্য ও পোষাপ্রাণী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এ সহযোগিতার কথা জানান তিনি।
 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, মৎস্য ও পশু সম্পদ প্রতিমন্ত্রী নারয়ণ চন্দ্র চন্দ, সচিব মো. মকসুদুল হাসান খান এবং এনিমেল হেলথ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আহকাব) ডা. মো নজরুল ইসলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
 
দেশে পশু সম্পদ উন্নয়নের সম্ভাবনার কথা উল্লেখ করে এসবিসিসিআই প্রেসিডেন্ট আব্দুল মাতলুব আহমাদ বলেন, খামারিদের সমস্যায় সরকারের পদক্ষেপ জরুরি।  
 
তিনি বলেন, খামারিরা এসব ব্যবস্থা নিলে এবং সরকারিভাবে খামারিদের সহযোগিতা করা হলে ভারতীয় গরুকে আর নদী সাঁতরে পর হয়ে আসতে হবে না। আমরা নিজেরাই যথেষ্ট গরু উৎপাদন করতে পারবো।
 
দেশের বিভিন্ন অঞ্চলের কথা তুলে ধরে মাতলুব আহমাদ বলেন, যথেষ্ট সুযোগ রয়েছে গরু পালন করার। বিল অঞ্চলে ডেইরি ফার্ম যারা করবেন, তাদের সরকারের জমি লিজ দেওয়ারও আহ্বান জানান তিনি।
 
খামারিদের বর্তমান সমস্যা তুলে ধরে তিনি বলেন, আমদানি করা দুধ পাওয়া যায় ৩০ থেকে ৩৫ টাকায়। আর খামারিদের দুধ উৎপাদনে খরচ পড়ে ৪০ টাকা। এ সমস্যা সমাধানের দাবি জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৮
এসএমএ/এএসআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।