ঢাকা: জনতা ব্যাংক লিমিটেডের ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের আওতাধীন শাখাগুলোর ব্যবস্থাপক সম্মেলন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ব্যাংকটির বিভাগীয় কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ব্যাংকের সিইও এবং এমডি মো. আবদুস সালাম।
ঢাকা দক্ষিণ বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মসীয়ূর রহমানের সভাপতিত্বে ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. নুরুল আলম সম্মেলনে বক্তব্য রাখেন।
মো. আব্দুস সালাম বলেন, ব্যাংকের ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে কর্মকৌশল নির্ধারণ করে তা বাস্তবায়নে সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ কতে হবে। তাছাড়া দেশের সামগ্রিক উন্নয়নে বাণিজ্যিক ঋণের পাশাপাশি ক্ষুদ্র আয়ের জনগোষ্ঠীর মাঝে শষ্য ঋণ, কৃষি উপকরণ, যন্ত্রপাতি ও অন্য আয়বর্ধক কর্মকাণ্ডে স্বচ্ছভাবে ঋণ বিতরণ করা যেতে পারে।
এছাড়া তিনি নারী উদ্যোক্তাদের এসএমই ঋণ দেওয়া এবং স্কুলের শিক্ষার্থীদের সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে স্কুল ব্যাংকিং হিসাব খোলার উপর গুরুত্বারোপ করেন।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৬
ওএইচ/এএ