ঢাকা: বিশ্বের সর্বাধুনিক নির্মাণ প্রযুক্তি এবং বিদ্যুত ও জ্বালানি খাতের নিত্য নতুন আবিষ্কার ও পণ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এবং নতুন ব্যবসায়িক সম্ভাবনা সৃষ্টি করতে শুরু হয়েছে তিন দিন ব্যপী অান্তর্জাতিক বিল্ডিং কন্সট্রাকশন টেকনোলজি অ্যান্ড পাওয়ার সোর্সিং এক্সপো ২০১৬।
বৃহস্পতিবার রাজধানীর 'আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরা'য় এক্সপো'র উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া।
প্রদর্শনীতে দেশী বিদেশি ২০টির বেশি কোম্পানি তাদের প্রযুক্তি ও পণ্য নিয়ে এক ছাদের নিচে জড়ো হয়েছে। এই বিসিটি (বিল্ডিং কন্সট্রাকশন টুলস) ও পাওয়ার এক্সপো প্রদর্শনীর আয়োজন করেছে কাইটস ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেড।
অনুষ্ঠানে অারো উপস্থিত ছিলেন, কাইটসের চেয়ারম্যান রোকসানা বেগম, ব্যবস্থাপনা পরিচালক সায়েদুর রহমান, পরিচালক এম অাখতার ঝর্ণা, ফুকস ইন্টারন্যাশনালের প্রতিনিধি প্রকৌশলী জসিমউদ্দিন প্রমুখ।
বাংলাদেশ সময় ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০১৬
এমএন/আরআই