ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজধানীতে পাটজাত পণ্যের মেলা শুরু ৬ মার্চ

সি‌নিয়র ক‌রেসপ‌ন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
রাজধানীতে পাটজাত পণ্যের মেলা শুরু ৬ মার্চ ছবি: প্রতীকী

ঢাকা: পাটপণ্যের ব্যবহার বৃ‌দ্ধিতে উৎসাহ প্রদান এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইনের সফল বাস্তবায়‌নে আগামী ৬ থে‌কে ৮ মার্চ রাজধানী‌তে অনুষ্ঠিত হবে পাটজাত প‌ণ্যের মেলা।
 
রোববার (২৮ ফেব্রুয়ারি) স‌চিবাল‌য়ে সংবাদ স‌ম্মেলনে একথা জানান বস্ত্র ও পাট প্র‌তিমন্ত্রী মির্জা আজম।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ মেলা অনুষ্ঠিত হবে।  
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ মার্চ তিন দিনব্যাপী মেলার উদ্বোধন করবেন বলে জানান প্রতিমন্ত্রী। পাট আইনের বাস্তবায়নে সহায়তার জন্য উদ্বোধনী অনুষ্ঠানে  ১১ ক্যাটাগ‌রি‌তে ৩৮ জন‌কে সম্মাননা স্মারক প্রদান কর‌বেন প্রধানমন্ত্রী।
 
সংবাদ সম্মেলনে বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজ উ‌দ্দিন প্রামা‌ণিক উপ‌স্থিত ছি‌লেন।
 
‘পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন’ অনুযায়ী ছয়টি পণ্য (ধান, চাল, গম, ভূট্টা, সার ও চিনি) মোককীকরণে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।
 
প্রতিমন্ত্রী জানান, আইনটি বাস্তবায়নের জন্য গত বছরের ৩০ নভেম্বর থেকে অভিযান পরিচালনা করে ৯৯৭টি ভ্রাম্যমাণ আদালত দুই হাজার ১০৩টি মামলা দায়ের এবং ৮৬ লাখ ৫৬ হাজার টাকার জরিমানা ও দুইজনকে কারাদণ্ড প্রদান করেছেন।
   
আইনটি বাস্তবায়নে সহায়তার জন্য সরকারি সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানকে স্মারক সম্মাননা প্রদান করবেন প্রধানমন্ত্রী।
 
পাটজাত পণ্যের মেলা সম্পর্কে প্রতিমন্ত্রী জানান, পাটপণ্যের বহুমুখী ব্যবহারে ১৩৫ রকমের দৃষ্টিনন্দন উৎপাদিত পণ্য নিয়ে মেলায় থাকবে স্টল। থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
 
নিষিদ্ধের পর দেশীয় চাহিদা মেটাতে কাঁচাপাট সীমিত পরিসরে রফতানি হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আগামী মৌ্সুম পর্যন্ত এ অবস্থা থাকবে।
 
তিনি বলেন, রফতানি হওয়ার কারণে পাটের অভ্যন্তরীণ ব্যবহারের উপায় ছিল না। এখন বার্ষিক ২০ লাখ বেল ব্যবহার করা হবে।
 
প্রধানমন্ত্রী বিভিন্ন দফতরে পাটপণ্য ব্যবহারের জন্য অনুশাসনও দিয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী।
 
বর্তমানে ৫০ কেজি পর্যন্ত পণ্যের ব্যাগে পাটজাত পণ্য ব্যবহার করা হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, আগামীতে স্বল্পমূল্যে আরও ছোট ছোট ব্যাগ ব্যবহারে উৎসাহিত করতে পারবো।
 
বাংলা‌দেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এমঅাইএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।