ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

খুলনায় এবার ব্যতিক্রমী বাণিজ্যমেলা

মাহবুবুর রহমান মুন্না, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
খুলনায় এবার ব্যতিক্রমী বাণিজ্যমেলা ছবি: মানজারুল ইসলাম/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা: ১৫তম খুলনা আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজনের প্রস্তুতি চলছে পুরোদমে। আগের যেকোনো বছরের তুলনায় এবারের মেলা হবে ব্যতিক্রমী।

থাকবে নানা বৈচিত্র্য।

আসন্ন বাণিজ্যমেলা সম্পর্কে বাংলানিউজকে এমনটি জানালো মেলার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সার্বিক বিষয়ে কথা বলেন খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিচালক শফিকুর রহমান লাবলু ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি মেসার্স এলিন ট্রেডার্সের সত্ত্বাধিকারী ইমরুল হাসান।

মেলার আয়োজন স্থল খুলনা সার্কিট হাউজ মাঠে সার্বিক বিষয়ে নিয়ে বাংলানিউজের সঙ্গে কথা বলেন তারা।

খুলনা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিচালক শফিকুর রহমান লাবলু বাংলানিউজকে বলেন, এবারের বাণিজ্য মেলা হবে আগের যেকোনো বছরগুলির চেয়ে ব্যতিক্রমী। ক্রেতাদের সব সুযোগ সুবিধাকে অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি বলেন, খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র আয়োজনে ৬ মার্চ মেলার উদ্বোধন হবে। এ মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি মেসার্স এলিন ট্রেডার্স। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান।

মেলায় কতটি স্টল ও কোন কোন দেশ অংশগ্রহণ করবে জানতে চাইলে লাবলু বলেন, মেলায় প্যাভিলিয়নসহ ১৫১টি স্টল থাকবে। আর ভারত, চীন, মালয়েশিয়া, পাকিস্তান, ইরান, থাইল্যান্ডসহ আরও কয়েকটি দেশ অংশ নেবে।

এ মেলার সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা মেসার্স এলিন ট্রেডার্সের সত্ত্বাধিকারী ইমরুল হাসান বাংলানিউজকে বলেন, এবছর মেলা প্রাঙ্গণে প্রথমবারের মতো থাকবে ওয়াইফাই জোন, মিউজিক্যাল ফোয়ারা। শিশুদের জন্য থাকবে আকর্ষণীয় কিডস জোনসহ নানা ধরনের বিনোদনের ব্যবস্থা।

মেলায় কি কি ধরনের স্টল থাকবে জানতে চাইলে তিনি বলেন, পণ্যভিত্তিক স্টল বরাদ্দ দেওয়া হচ্ছে। এর মধ্যে পোশাক, জুয়েলারি, গৃহস্থলি সামগ্রী, প্রসাধনী, খেলনা, খাদ্যসামগ্রী, কারুশিল্পসহ বিভিন্ন ধরনের দেশি বিদেশি পণ্য থাকবে।

এছাড়াও খুলনার ঐতিহ্যবাহী পণ্যসামগ্রীর সম্ভার থাকবে মেলায়।

এক প্রশ্নের জবাবে ইমরুল বলেন, এবার নির্ধারিত সময়ে মেলা শুরু এবং শেষ করা হবে। ইতোমধ্যে মেলার প্রস্তুতির ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। স্টল বরাদ্দও প্রায় শেষের পথে।

মেলার নিরাপত্তা সম্পর্কে তিনি বলেন, এবার আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নিরাপত্তা জোরদার করতে পুলিশের পাশাপাশি আয়োজক কর্তৃপক্ষের নিরাপত্তা কর্মী নিয়োজিত থাকবে। এছাড়া ব্যক্তিগত নিরাপত্তা ব্যবস্থা থাকবে স্টল ও প্যাভিলিয়নে। মেলা প্রাঙ্গণে হ্যান্ড মেটাল ডিটেক্টরসহ  সিসি ক্যামেরা দিয়ে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০১৬
এমআরএম/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।