ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

১২ ঘণ্টা ধরে অচল বেনাপোল ইমিগ্রেশনের ইন্টারনেট সার্ভার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬
১২ ঘণ্টা ধরে অচল বেনাপোল ইমিগ্রেশনের ইন্টারনেট সার্ভার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশনের ইন্টারনেট সার্ভার ১২ ঘণ্টায়ও সচল হয়নি। এতে পাসপোর্ট যাত্রীদের অনলাইনে যাচাই ছাড়াই সীমান্ত পার করতে হচ্ছে।

এ সুযোগে কালো তালিকাভুক্ত ব্যক্তি ও সন্ত্রাসীরা পালিয়ে যেতে পারেন বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে।   
 
সোমবার (২৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে বেনাপোল আন্তর্জাতিক ইমিগ্রেশনে ইন্টারনেট সার্ভার বিকল হয়ে যায়। সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ইন্টারনেট সার্ভার বিকল ছিল।   

এদিকে, সার্ভার মেরামতের জন্য ঢাকা থেকে প্রকৌশলী এখনও এসে পৌঁছান নি। এতে করে কখন এ সমস্যা সমাধান হতে পারে –তা নির্দিষ্ট করে কেউ বলতে পারছেন না।  

প্রতিদিন সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার দেশি-বিদেশি পাসপোর্ট যাত্রী বিভিন্ন প্রয়োজনে বেনাপোল ইমিগ্রেশন হয়ে যাতায়াত করেন। ইন্টারনেট সার্ভারে সংযুক্ত কম্পিউটারের মাধ্যমে পাসপোর্ট যাত্রীদের সার্বিক অবস্থা যাচাই করা হয়। এ ব্যবস্থায় কালো তালিকাভুক্ত ব্যক্তিরা পাসপোর্ট যাচাইকালে সহজেই ধরা পড়েন।  
 
কিন্তু ইন্টারনেট সার্ভার সকাল থেকে বিকল হয়ে থাকায় পাসপোর্ট যাচাই করা সম্ভব হচ্ছেনা। এ সুযোগে অপরাধীদের পালিয়ে যাওয়ার যথেষ্ট সম্ভবনা রয়েছে বলে মনে করেন ইমিগ্রেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টরা।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পলাশ বাংলানিউজকে জানান, হঠাৎ করে সকালে ইমিগ্রেশন অফিসের ইন্টারনেট সার্ভার বিকল হয়ে পড়ে। দীর্ঘক্ষণ চেষ্টা করেও সমাধান না হওয়ায় ঢাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তারা অনুমতি দেন একটি জিডি এন্ট্রি করে যাত্রী যাতায়াতের ব্যবস্থা করতে। সকাল ৯টা থেকে এখন পর্যন্ত সেভাবেই চলছে।  
 
ঢাকা থেকে সার্ভার মেরামতকারী প্রকৌশলী রওনা হয়েছেন। এ সময়ের মধ্যে কালো তালিকার কেউ পালিয়ে গেলে করার কিছু নেই বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১৬         
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।