ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ভ্যাট হবে রাজস্বের ভবিষ্যৎ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, মার্চ ২, ২০১৬
ভ্যাট হবে রাজস্বের ভবিষ্যৎ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশে আগামীতে রাজস্বের ভবিষ্যৎ হবে ভ্যাট (মূল্য সংযোজন কর বা মূসক), এমনই মত দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
 
বুধবার (০২ মার্চ) ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ-আইডিইবিতে ‘ভ্যাট ই-পেমেন্ট, ইনটিগ্রেশন উইথ আইবিএএস অ্যান্ড আদার কমার্শিয়াল ব্যাংক’ শীর্ষক সেমিনারে তিনি এ বক্তব্য দেন।


 
নজিবুর রহমান বলেন, সারা পৃথিবীতে অভ্যন্তরীণ সম্পদ আহরণের ওপর জোর দেওয়া হচ্ছে। তাই আগামী দিনে আমাদের রাজস্বের ভবিষ্যৎ হবে ভ্যাট (মূসক)।
 
ভ্যাট অনলাইন সম্পর্কে চেয়ারম্যান বলেন, আমরা এখন স্বপ্ন থেকে স্বপ্ন বাস্তবায়নের পর্যায়ে আছি। ভ্যাট অনলাইন নিয়ে ব্যবসায়ীসহ সবার মধ্যে আগ্রহ-উৎসাহ তৈরি হয়েছে। একে কাজে লাগিয়ে বাংলাদেশের রাজস্ব সম্ভাবনাকে দিন দিন বাড়াতে চাই। ব্যবসায়ীসহ সব মহল এ প্রকল্পে আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছে।

অর্থ বিভাগের সিনিয়র সচিব মাহবুব আহমেদ বলেন, রূপকল্প বাস্তবায়নে গতি বাড়তে হবে। এটি বাড়াতে অভ্যন্তরীণ সম্পদ আহরণ বাড়ানো উচিত।
 
ভ্যাট অনলাইন ও আয়করের মধ্যে একটি সংযোগ না থাকলে রাজস্ব আয় বাড়বে না। বিষয়টি নিয়ে ভাবতে এনবিআরকে পরামর্শ দেন তিনি।
 
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সচিব ড. এম আসলাম বলেন, ভ্যাট অনলাইন প্রকল্প ও অনলাইনে মূসক আদায় সম্পর্কে ব্যাংকগুলো ভালোভাবে জানে না।

এ প্রকল্পের সঙ্গে ব্যাংকগুলোকে যুক্ত করতে বাংলাদেশ ব্যাংকসহ সবার আইটি বিভাগের মধ্যে একটি কমিটি করার পরামর্শ দেন তিনি।
 
সেমিনারে মহাহিসাব নিয়ন্ত্রক মো. আবুল কাশেম, এনবিআর সদস্য ফরিদ উদ্দিন, ব্যারিস্টার জাহাঙ্গীর আলম বক্তব্য রাখেন।
 
সভায় বিভিন্ন কমিশনারেটের কমিশনার, ভ্যাট অনলাইন প্রকল্প কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
 
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মার্চ ০২, ২০১৬
আরইউ/আইএ

** ‘কর প্রদানে মোবাইল ব্যাংকিং রাখতে হবে’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।