নওগাঁ: নওগাঁয় নির্মাণ শ্রমিকদের নিয়ে বসুন্ধরা সিমেন্টের উদ্যোগে দিনব্যাপী রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ মার্চ) বেলা ১১টায় নওগাঁ শহরের বাটার মোড় হোটেল আয়োজন’র কনফারেন্স কক্ষে এ রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের রাজশাহী অঞ্চলের প্রধান বিক্রয় কর্মকর্তা আশিক আহমেদ।
এতে বক্তব্য রাখেন, বগুড়া অঞ্চলের প্রধান বিক্রয় কর্মকর্তা মনিরুজ্জামান মনির, প্রকৌশলী জহিরুল কাইয়ুম অপু, নওগাঁ টেরিটরি অফিসার মো. লিটন ও মিজানুর রহমান।
এছাড়া বসুন্ধরা সিমেন্টের নওগাঁর স্থানীয় পরিবেশক মেসার্স সেতু ট্রেডার্সের সত্ত্বাধিকারী এসএম শামীম, সান্তাহারের মেসার্স নাফিক এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী ইঞ্জিনিয়ার খন্দকার ফজলুর রহমান, মেসার্স মিথি ট্রেডার্সের সত্ত্বাধিকারী আব্দুল মজিদ, মেসার্স হাজী ট্রেডার্সের সত্ত্বাধিকারী মাজেদুর রহমান, মেসার্স জামান ট্রেডার্সের সত্ত্বাধিকারী জামান উদ্দিন, নওগাঁ জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিকুর রহমান বিদ্যুৎ প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নির্মাণ শ্রমিকরা বসুন্ধরা সিমেন্ট ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করেন।
দুপুরে প্রীতিভোজ শেষে অংশগ্রহণকারীদের নিয়ে বিভিন্ন ধরনের মেধা যাচাই প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।
রাজমিস্ত্রি সম্মেলনে জেলার ১১টি উপজেলা ছাড়াও পাশের বগুড়া জেলার আদমদীঘি ও সান্তাহার উপজেলার নির্মাণ শ্রমিক, বিক্রয় প্রতিনিধি ও বিভিন্ন নির্মাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, মার্চ ১৪, ২০১৬
এসআর