ঢাকা: ২০১৫-২০১৬ অর্থবছরে মোট অভ্যন্তরীণ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক শূন্য ৫ হয়েছে।
আর মাথাপিছু আয় বেড়েছে ১ হাজার ৪৬৬ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ১৪ হাজার ৫০৭ টাকা।
মঙ্গলবার (০৫ এপ্রিল) শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা সূত্র বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছে। এক বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সূত্র বলছে, বাজেটে জিডিপির লক্ষ্যমাত্রা ছিল ৭ শতাংশ। তবে এবার সে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। যা কোনো নির্বাচিত সরকারের আমলে এটাই রেকর্ড জিডিপি। তবে তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৬-২০০৭ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছিল ৭ দশমিক ০৬ শতাংশ।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০১৬
এমআইএস/এমএ