ঢাকা: অর্থপাচার বন্ধে আগামী বাজেটে আবাসন খাতে শর্ত ছাড়াই অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগের সুযোগ দাবি করেছেন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন।
শনিবার ( ২৩ এপ্রিল) ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী হলে, ‘জাতীয় অর্থনীতিতে আবাসন খাত’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শামসুল আলামিন বলেন, অর্থ পাচার বন্ধে আগামী বাজেটে আবাসন খাতে শর্ত ছাড়া অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা বিনিয়োগে সরকারকে ব্যবস্থা নিতে হবে। তা না হলে ওই টাকা দেশের বাইরে চলে যাবে।
সরকারিভাবে হোম লোনের ব্যবস্থার দাবি জানিয়ে তিনি দেশের আবাসন খাতের জন্য বাজেটে ২০ হাজার কোটি টাকা বরাদ্দের দাবি জানান।
শামসুল আলামিন আরও বলেন, ‘আমাদের দেশে ১৬ কোটি জনগণের মধ্যে মাত্র ১৪ লাখ কর দেন। বাকিরা কর দেন না। যারা কর দেন না তাদের টাকা কিভাবে বিবেচনা করা হবে?’
এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল, অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি আব্দুল মতলুব আহমাদ প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৬
এমআইএস/ওএইচ/আরআই