সৈয়দপুর (নীলফামারী): বর্তমান সরকারের আমলে রেলওয়েতে যুগান্তকারী উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
রোববার (২৪ এপ্রিল) বিকেলে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা শ্রমিক লীগের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বর্তমান সরকার রেলবান্ধব সরকার। রেলওয়েতে অতীতের যেকোনো আমলের চেয়ে বেশি উন্নয়ন হয়েছে।
এ সময় মন্ত্রী রেলওয়ের অন্যান্য সমস্যাগুলোর দ্রুত সমাধানের আশ্বাস দেন এবং আরো একটি আন্তঃনগর নীলসাগর ট্রেন চালু করতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করা হবে বলে জানান।
শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা নজরুল হক সরকারের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি অ্যাড. হুমায়ন কবির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন্দ, যুগ্ম সম্পাদক মোখছেদুল মোমিন, নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ার কামাল আহমেদ, সম্পাদক অ্যাড. মমতাজুল হক, সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাওয়াদুল হক, সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন বাদল প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৬
এসআর