বেনাপোল (যশোর): ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে নিরাপত্তার স্বার্থে বেনাপোল বন্দর দিয়ে ভারতে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দর ও কাস্টমস অফিস খোলা রয়েছে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আমদানি-রফতানি বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। তবে এজন্য যাত্রীদের পার হতে হচ্ছে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কঠোর নিরাপত্তা বেষ্টনী। সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্য ব্যবস্থা বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
ভারতের পেট্রাপোল স্থলবন্দরের রফতানিকারক রেজাউল ইসলাম বাংলানিউজকে জানান, সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের হাওড়া ও উত্তর ২৪ পরগনা জেলায় মোট ৪৯টি আসনে বিধানসভা নির্বাচনে ভোট হচ্ছে। যার মধ্যে উত্তর ২৪ পরগনা জেলায় রয়েছে ৩৩টি আসন। আর হাওড়ায় রয়েছে ১৬টি। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের নির্দেশে বেনাপোল বন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বন্ধ রাখা হয়েছে।
বন্দর ব্যবহারকারীরা জানান, আমদানি-রফতানি বন্ধ থাকায় বেনাপোল বন্দরে শতাধিক ট্রাক রফতানি পণ্য নিয়ে ভারতে যাওয়ার অপেক্ষায় রয়েছে। ভারতের পেট্রাপোল বন্দরেও একই ভাবে বাংলাদেশে প্রবেশের জন্য শতশত ভারতীয় ট্রাক অপেক্ষা করছে। এতে পেয়াজসহ পচনশীল বিভিন্ন পণ্য নষ্ট হয়ে বাংলাদেশি ব্যবসায়ীদের কোটি টাকার লোকশান গুণতে হতে পারে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৬
এসআই