ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২১ রোজার মধ্যে বেতন-বোনাসের দাবিতে মানবনন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
২১ রোজার মধ্যে বেতন-বোনাসের দাবিতে মানবনন্ধন ছবি: দীপু মালাকার-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২১ রোজার মধ্যে পোশাক শিল্প শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ।

 

শনিবার (১৮ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান শ্রমিকরা।

 

এ সময় টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা বলেন, পোশাক শিল্পের শ্রমিকদের ঘামেই এ দেশের সিংহভাগ ভাগ রফতানি আয় হয়। অথচ এই শিল্পের শ্রমিকদের বেতন-বোনাসের দাবিতে প্রতি বছর মাঠে নামতে হয়। কর্তৃপক্ষ কেউই এ দিকে খেয়াল রাখেন না; যা খুবই দুঃখজনক।

২১ রোজার মধ্যে বেতন বোনাস পরিশোধ করলে, তারা পরিবার-পরিজনদের জন্য কেনাকাটা করতে পারবেন। তাই ২১ রোজার মধ্যে বেতন-বোনাস পরিশোধের দাবি জানান তপর সাহা।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, জুন ১৮, ২০১৬
ইউএম/জিসিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।