ঢাকা: ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড ২০১৫ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১২.৭৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।
সোমবার (২০ জুন) রাজধানীর অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত ব্যাংকের ৩১তম বার্ষিক সাধারণ সভায় এই লভ্যাংশ অনুমোদন দেওয়া হয়।
এতে সভাপত্বিত করেন ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আবু মহসীন।
সাধারণ সভায় ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম, অডিট কমিটির চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম এফসিএ এফসিএস, পরিচালকবৃন্দ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম হাফিজ আহমেদ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ এবং ব্যাংকের শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।
সভায় ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের নিরীক্ষিত হিসাব, পরিচালনা পর্ষদের প্রতিবেদন ও বহিঃনিরীক্ষকদের প্রতিবেদন উত্থাপিত ও সর্ব সম্মতিক্রমে গৃহীত হয়।
ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আবু মহসীন স্বাগত বক্তব্য ব্যাংকের ব্যবসায়িক অগ্রগতির মূল সূচকগুলো বর্ণনা করে বলেন, পরিবেশ বান্ধব টেকসই বিভিন্ন প্রকল্পে অর্থায়ন ও গ্রাহক সেবার মান বাড়ানোর মাধ্যমে এনসিসি ব্যাংক ক্রমান্বয়ে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতার পাশাপাশি উন্নত সেবা প্রদানে সক্ষম হওয়ায় ব্যাংকটি গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, জুন ২০, ২০১৬
এসই/আরআইএস