ঢাকা: সিসি কম দেখিয়ে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে একটি বিলাসবহুল মিনি কুপার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
একই সঙ্গে সিসি কম দেখিয়ে ও শুল্ক ফাঁকি দিয়ে ছাড় করা হয়েছে একটি বিলাসবহুল ভক্সওয়াগন গল্ফ আর গাড়িও।
মঙ্গলবার (২১ জুন) মংলা বন্দর থেকে মিনি কুপারটি জব্দ করা হয়েছে। ভক্সওয়াগন গল্ফ আরটি নজরদারিতে রয়েছে। যেকোনো সময় সেটি জব্দ করা হবে।
মঙ্গলবার বিকেলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে বলেন, ‘দু’টি গাড়িই মংলা বন্দর দিয়ে সিসি কম দেখিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ছাড় করানো হয়েছে। পরে অনুসন্ধান করে আমরা এর সত্যতা পেয়েছি’।
‘সাদা রঙের ইউকে’র তৈরি ২০১০ সালের মডেলের হ্যাচব্যাক বিলাসবহুল মিনি কুপার গত ১০ জানুয়ারি মংলা বন্দর দিয়ে ছাড় করা হয়েছে’।
ড. মইনুল খান জানান, আমদানিকারক ফয়সাল জাকারিয়া ১৩৯৭ সিসি ঘোষণা দিয়ে এসটি ইন্টারন্যাশনাল সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে ইউ ব্যাগেজে বিল অব এন্ট্রি সি (৫৮৫) দাখিল করেন।
গোপন সংবাদের ভিত্তিতে কাগজপত্র যাচাইয়ে গাড়িটি ১৫৯৮ সিসি পাওয়া যায়। সিসি কম ঘোষণা দিয়ে ৭ লাখ টাকা শুল্ক ফাঁকির চেষ্টা করা হয়েছে।
মঙ্গলবার গাড়িটি আটক করে মংলা বন্দর থানায় দেওয়া হয়েছে। মিনি কুপার গাড়ির চেসিস নং MF720X0TV08008।
তিনি আরো জানান, ব্লু কালারের জার্মানির তৈরি ভক্সওয়াগন গল্ফ আর ২০১৫ মডেলের বিলাসবহুল গাড়িটির আমদানিকারক ঢাকার কাকরাইলের টিবিএইচ কোম্পানি।
জার্মানির তৈরি গাড়িটি ইউকে থেকে আমদানি করা হয়। ১১ ফেব্রুয়ারি এসটি ইন্টারন্যাশনাল সিঅ্যান্ডএফ এজেন্টের মাধ্যমে বিল অব এন্ট্রি সি (৪০৭০) দাখিল করে ছাড় করিয়ে নেয়।
আমদানিকারক গাড়িটি ১৩৯৮ সিসি ঘোষণা দিয়ে ২৫ লাখ ৫৪ হাজার টাকা শুল্ক পরিশোধ করেন। চেসিস নম্বর WVWZZZAUZEW259515।
তিনি জানান, রেজিস্ট্রেশন ও অন্যান্য কাগজপত্র যাচাই করে সিসি পাওয়া যায় ১৯৮৪। এতে শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে ১৬ লাখ টাকা। ছাড় করা হলেও গাড়িটি নজরদারিতে রয়েছে। যেকোনো সময় সেটিও জব্দ করা হবে।
শুল্ক ফাঁকির অভিযোগে দু’টি গাড়ির আমদানিকারকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান ড. মইনুল খান।
গাড়ির শুল্ক নির্ধারিত হয় সিসির ওপর। ১৫০০ সিসি পর্যন্ত শুল্ক ১২৯.৫৮ শতাংশ। ১৫০০ থেকে ২০০০ সিসি পর্যন্ত শুল্ক ২১৪.৭৭ শতাংশ।
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জুন ২১, ২০১৬
আরইউ/এএসআর