হবিগঞ্জ: হবিগঞ্জ পৌরসভায় ২০১৬-১৭ অর্থবছরের জন্য ৫৬ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৬শ’ ৭২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার (২৬ জুন) বিকেলে পৌরসভা কার্যালয়ের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস।
ঘোষিত বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে ৫৬ কোটি ৫৬ লাখ ১৮ হাজার ৬শ’ ৭২ টাকা। এর মধ্যে নিজস্ব খাতে ৮ কোটি ৮২ লাখ ৩১ হাজার ৯শ’ টাকা এবং উন্নয়ন খাতে ৪৭ কোটি ৭৩ লাখ ৮৬ হাজার ৭শ’ ৭২ টাকা আয় ধরা হয়েছে।
বাজেটে মোট ব্যয় দেখানো হয়েছে ৫৬ কোটি ২৮ লাখ ৪৫ হাজার ১শ’ ২৮ টাকা। এর মধ্যে নিজস্ব খাতে ৮ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার ১শ’ ২৮ টাকা এবং উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৪৭ কোটি ৬০ লাখ টাকা। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ২৭ লাখ ৭৩ হাজার ৫শ’ ৪৪ টাকা।
পৌর মেয়র দীলিপ দাস বলেন, সড়ক উন্নয়ন, ড্রেন, কিচেন মার্কেট, পৌর শিশু পার্ক, ট্রাক টার্মিনাল, নতুন পৌর কমপ্লেক্স নির্মাণ ও পানির লাইন সরবরাহ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া নতুন বাজেটে অসহায় ও দুঃস্থ নারীদের উন্নয়নসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উন্নয়নে পদক্ষেপ নেওয়া এবং প্রতিবন্ধীদের পুনর্বাসনসহ কবরস্থান ও শ্মশান ঘাটগুলোর উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হয়েছে বলে জানান মেয়র।
এসময় পৌরসভার উপদেষ্টা হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই) আসনের সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট মো. আবু জাহির অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বাজেট ঘোষণার পর সাংবাদিক ও সুশীল সমাজের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ০৬২১ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
জিসিপি/ওএইচ