ঢাকা: ঈদের লম্বা ছুটিতে সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধ থাকলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে মন্তব্য করেছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই-এর সভাপতি আব্দুল মাতলুব আহমেদ।
সোমবার (২৭ জুন) এফবিসিসিআই ভবনে বাংলাদেশ-ভুটান-ইন্ডিয়া-নেপাল (বিবিআইএন) বিজনেস ফোরামের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মাতলুব আহমেদ বলেন, ২, ৩ ও ৪ জুলাই ব্যাংক খোলা রাখার জন্য এফবিসিসআই-এর পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দেওয়া হয়েছে।
‘এই তিনদিন শুধু টাকা জমা দেওয়ার ব্যবস্থা করলেই হবে,’ জানান তিনি।
কারণ প্রসঙ্গে এই ব্যবসায়ী নেতা বলেন, এ সময় টাকা জমা দিতে না পারলে লুটপাট, ডাকাতি ও জীবননাশের শঙ্কা তৈরি হবে।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, জুন ২৭, ২০১৬
এসই/এমএ