ঢাকা: ঈদের ছুটিতেও ২, ৩ ও ৪ জুলাই নিজেদের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি তফসিলি ব্যাংক খোলা রাখা যাবে।
সোমবার (২৭ জুন) দুপুরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীরের সঙ্গে সাক্ষাৎ করে এফবিসিসিআই সভাপতি মাতলুব আহমেদ বিষয়টি জানিয়েছেন।
এর আগে সকালে এফবিসিসিআই ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ঈদের লম্বা ছুটিতে সরকারি-বেসরকারি ব্যাংক বন্ধ থাকলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবেন।
‘বিষয়টি বিবেচনা করে ২, ৩ ও ৪ জুলাই ব্যাংক খোলা রাখার জন্য এফবিসিসআই-এর পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি দেওয়া হয়। ’
গত ২২ জুন নির্বাহী ক্ষমতায় এবার টানা নয়দিন ছুটি ঘোষণা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ জুলাই ছুটি থাকায় ১ থেকে ৯ জুলাই পর্যন্ত টানা নয়দিন ছুটি থাকছে এবারের ঈদে।
বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৬, আপডেট: ১৪২৫ ঘণ্টা
এসই/এমএ