ঢাকা: করদাতা ও সংগ্রহকারীর মধ্যে সমন্বয় না থাকার কারণে বিপুল পরিমাণ কর আদায় সম্ভব হয় না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. মশিউর রহমান।
মঙ্গলবার (২৮ জুন) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ‘অডিট আপত্তি নিষ্পত্তি বিষয়ক কৌশলপত্র বিতরণ ও প্রচার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন এসপিইএমপি-বি প্রকল্পের আওতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ড. মশিউর রহমান বলেন, কর আদায়ের ক্ষেত্রে করদাতা ও সংগ্রহকারীর মধ্যে স্বচ্ছতা ও বিশ্বস্ততা গড়ে উঠতে হয়। তাহলে কর আদায় বাড়ে।
স্বচ্ছতা ও বিশ্বস্ততা আইন দিয়ে নিয়ন্ত্রিত হয় না। বাংলাদেশের আইনের কারণে কাঙ্খিত আয়কর ও ভ্যাট আদায় হয় না বলেও স্বীকার করেন অর্থ উপদেষ্টা।
অডিট আপত্তি সম্পর্কে তিনি বলেন, মন্ত্রণালয়ের আর্থিক ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতার সুযোগ সীমিত হওয়ার কারণে আপত্তি নিষ্পত্তিতে সময় লাগে।
অনুষ্ঠানে বাংলাদেশের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মাসুদ আহমেদ, বিশ্ব ব্যাংকের প্রতিনিধি সুরাইয়া জান্নাত, প্রকল্প পরিচালক জহুরুল ইসলাম বক্তব্য রাখেন।
কৌশলপত্র উপস্থাপন করেন ডেপুটি কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (অ্যাকাউন্টস ও রিপোর্ট) ড. শ্যামল কান্তি চৌধুরী।
উপস্থাপিত কৌশলপত্রে ২০১২-১৩ অর্থবছর পর্যন্ত সব মন্ত্রণালয় ও বিভাগের আওতাধীন অফিসের আপত্তির সংখ্যা, টাকা, আপত্তি নিষ্পত্তি না হওয়ার কারণ চিহ্নিত ও নিষ্পত্তি বিষয়ে করণীয় সম্পর্কে সুপারিশ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩৮ ঘণ্টা, জুন ২৮, ২০১৬
আরইউ/এসএইচ