ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

শুল্ক গোয়েন্দা কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ১, ২০১৬
শুল্ক গোয়েন্দা কর্মকর্তার ওপর হামলার ঘটনায় মামলা

ঢাকা: শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেনের ওপর হামলা ও হুমকির ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
 
বৃহস্পতিবার (৩০ জুন) বাগেরহাটের রামপাল থানায় জাকির হোসেন বাদী হয়ে অজ্ঞাত পরিচয় সাতজনকে আসামি করে এ মামলা দায়ের করেন।

শুক্রবার (০১ জুলাই) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
 
মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, বুধবার বিকেল ৫টায় মংলাবন্দরে চোরাচালানবিরোধী টহল শেষে উপ-পরিচালক জাকির হোসেনসহ পাঁচজন সহকারী রাজস্ব কর্মকর্তা মাইক্রোবাসযোগে খুলনার উদ্দেশে রওয়ানা হন।
 
বিকেল ৫টা ২০ মিনিটের দিকে রামপালের ঝনঝানিয়া এলাকার বাছারেরহুলা এলাকায় পৌঁছালে ৪টি মোটরসাইকেলযোগে সাতজন সন্ত্রাসী অস্ত্র নিয়ে গাড়ির গতিরোধ করে।

সন্ত্রাসীরা শুল্ক গোয়েন্দার চোরাচালানবিরোধী কঠোর অবস্থান থেকে সরে আসতে বলে জাকির হোসেনকে গালমন্দ ও অস্ত্র উচিয়ে হত্যার হুমকি দেয়।  

সন্ত্রাসীরা গাড়িতেও আঘাত করে। মোটরসাইকেলের নম্বর প্লেট সংগ্রহ সম্ভব হয়নি। এ ঘটনায় সাতজন অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীকে আসামি করে মামলা করা হয়েছে।
 
ঘটনার পর শুল্ক গোয়েন্দার মহাপরিচালক খুলনার বিভাগীয় কমিশনার, ডিআইজি, পুলিশ কমিশনার, র‌্যাবের সিও, বাগেরহাটের এসপির সঙ্গে যোগাযোগ করা হয়।
 
মহাপরিচালক প্রকৃত দোষীদের খুঁজে আইনের আওতায় আনতে অনুরোধ করেন। এ ঘটনায় মংলা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন নিন্দা জানিয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
আরইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।