ঢাকা: দুই দিনের মধ্যে তৈরি পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ।
শুক্রবার (০১ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।
সংগঠনের কেন্দ্রীয় নেতা সুলতানা বেগমের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন- সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শামীম, রফিকুল ইসলাম সুজন, আব্দুল ওয়াজেদ, কামরুনন নাহার প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের সিদ্ধান্ত অমান্য করে যেসব গার্মেন্টস মালিক শ্রমিকদের বেতন-ভাতা ও বোনাস দেননি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
একই সঙ্গে শ্রমিকদের আগামী দুই দিনের মধ্যেই ঈদের বোনাসসহ বেতন-ভাতা পরিশোধের দাবি জানান তারা।
অভিযোগ করে শ্রমিক নেতারা বলেন, সরকার আইন করেছে, কিন্তু মনিটরিং করেনি। এখন শ্রমিকরা ঝামেলা করলে তার দায় ভার সরকারকে নিতে হবে।
বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জুলাই ০১, ২০১৬
এফবি/এমএ