বগুড়া: বগুড়ার গাক (গ্রাম উন্নয়ন কর্ম) পরিচালিত ডেইরি ব্রিডিং ফার্ম পরিদর্শন করেছেন ময়মনসিংহ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য ও গাক’র উপদেষ্টা প্রফেসর ড. আলী আকবর।
শনিবার (০৯ জুলাই) বিকেলে শাজাহানপুর উপজেলার জালশুকাতে অবস্থিত ডেইরি ব্রিডিং ফার্ম পরিদর্শনকালে ছিলেন গাক’র নির্বাহী পরিচালক খন্দকার আলমগীর হোসেন, পিএইচডি রিসার্চ ফেলো পরিচালক (মনিটরিং) রশিদুল ইসলাম, পরামর্শক খোরশেদ আলম, উপ-পরিচালক হজকিল মো. আবু হাসান ও কৃষি বিশেষজ্ঞ সানাউল হক।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আলী আকবর গাক পরিচালিত ব্রিডিং ফার্ম সরেজমিনে পরিদর্শন করে দুধ ও দুগ্ধজাত পণ্য উৎপাদনের মাধ্যমে জাতীয় উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় গাক’র কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি এর ব্যাপকতা দিন দিন বৃদ্ধিকল্পে আধুনিক পদ্ধতিতে ফার্মের কার্যক্রম পরিচালনাসহ জাত উন্নয়নে উদ্ভাবনী জেনেটিক গবেষণা কেন্দ্র শক্তিশালী করার পরামর্শ দেন। পরে তিনি গাক’র সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুলাই ০৯, ২০১৬
এমবিএইচ/আইএ