ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সাভারে মৎস্য মাননিয়ন্ত্রণ ল্যাবরেটরি পরিদর্শন থাই রাষ্ট্রদূতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
সাভারে মৎস্য মাননিয়ন্ত্রণ ল্যাবরেটরি পরিদর্শন থাই রাষ্ট্রদূতের ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা নর্থ ব্যুরো): সাভারে অবস্থিত মৎস্য মাননিয়ন্ত্রণ ল্যাবরেটরি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত মিস পানপিমন সুওয়াননাপঙ্গি।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে সাভারের সিএন্ডবি এলাকায় অবস্থিত এই অত্যাধুনিক মৎস্য মান নিয়ন্ত্রণ ল্যাবরেটরিটি পরিদর্শন করেন তিনি।

মৎস্য মাননিয়ন্ত্রণ ল্যাবরেটরি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করে থাই রাষ্ট্রদূত বলেন, ‘আমরা পারস্পরিক সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দিয়ে থাকি’।
দু’দেশের পারস্পরিক সম্পর্কের ওপর গুরুত্ব আরোপ করে তিনি বলেন, বিভিন্ন উন্নয়ন ও সহযোগিতায় বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ রয়েছে থাই সরকারের।

পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন, মৎস্য মাননিয়ন্ত্রণ ল্যাবরেটরির প্রধান কর্মকর্তা নিত্য রঞ্জন বিশ্বাস, জাতীয় প্রকল্প পরিচালক সালেহ আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৬
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।