ঢাকা: আগামী ২০১৮ সাল নাগাদ বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
‘জল আছে যেখানে, মাছ আছে সেখানে’ এই প্রতিপাদ্য সামনে রেখে শুক্রবার (২২ জুলাই) বিকেল সোয়া ৬টার দিকে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে মৎস্য মেলা-২০১৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি।
অনুষ্ঠানে মোহাম্মদ ছায়েদুল হক বলেন, ২০১৪-১৫ অর্থবছরে মাছের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ৩৬ লাখ ৮৪ হাজার মেট্রিক টনে। প্রতিবছর গড়ে মাছ উৎপাদন বৃদ্ধি পাচ্ছে এক লাখ ৬৪ হাজার মেট্রিক টন। এ ধারা অব্যাহত থাকলে আগামী ২০১৮ সাল নাগাদ বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারবে।
তিনি বলেন, যুগপোযোগী পদক্ষেপের কারণে দেশে মাছ চাষ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতে বঙ্গোপসাগরে মাছ চাষ শুরু হলে এর পরিমাণ আরও বাড়বে। আগামী অক্টোবরে বঙ্গোপসাগরে সমুদ্র জরিপ জাহাজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রায় এক কোটি ৮২ লাখ লোক তাদের জীবন-জীবিকার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মৎস্য খাতের সঙ্গে জড়িত রয়েছেন বলেও জানান ছায়েদুল হক।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মাকসুদুল হাসান খান বিশেষ অতিথির বক্তব্যে বলেন, দক্ষ ও পরিশ্রমী মৎস্য গবেষক বা অফিসার থাকলেও জনবলের অভাবে ইউনিয়ন পর্যায়ে সেবা পরিপূর্ণভাবে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এ বিষয়টি গুরুত্ব সহকারে দেখা উচিত। মৎস্যখাতে প্রতিনিয়ত সাফল্য অর্জন করছে দেশে। তাই সেবাকে সব পর্যায়ে নিয়ে যেতে হবে।
মৎস্য অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফ আজাদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিসুর রহমান, মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ইয়াহিয়া মাহমুদ, মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পিওস কস্তা।
সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। এখান থেকে মাছ চাষিরা নতুন নতুন প্রযুক্তিসহ মাছ চাষের যাবতীয় তথ্য সংগ্রহ করতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, জুলাই ২২, ২০১৬
একে/ওএইচ/আরআই