পার্বতীপুর (দিনাজপুর): একটানা ৫৩ দিন বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনিতে পরীক্ষামূলক কয়লা উত্তোলন শুরু হয়েছে।
রোববার (২৪ জুলাই) দুপুর থেকে খনির ১২১৪ নম্বর কোল ফেইস থেকে পরীক্ষমূলকভাবে কয়লা উত্তোলন করা হয়।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানী লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিনুজ্জামান সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলানিউজকে জানান, খনি ভূ-গর্ভে উৎপাদনশীল ১২০৫ নম্বর কোল ফেইসে মজুদ শেষ হয়ে যাওয়ায় গত ১ জুন থেকে কয়লা উত্তোলন বন্ধ রাখা হয়েছিল।
এরপর ১২০৫ নম্বর ফেইসে ব্যবহৃত উৎপাদন যন্ত্রপাতি সরিয়ে ১২১৪ নম্বর ফেইসে স্থাপন করে পরীক্ষমূলকভাবে উৎপাদন শুরু করা হয়। কয়েকদিনের মধ্যে পূর্ণমাত্রায় উত্তোলন শুরু করা হবে।
১২১৪ নম্বর ফেইসটিতে উত্তোলনযোগ্য কয়লার পরিমাণ ৬ লাখ মেট্রিক টনের বেশি বলে তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, জুলাই ২৪, ২০১৬
আরএ