ঢাকা: বাংলাদেশ ব্যাংক ২০১৬-১৭ অর্থবছরের প্রথমার্ধের (জুলাই-ডিসেম্বর) মুদ্রানীতি ঘোষণা করা হবে মঙ্গলবার (২৬ জুলাই)। বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে গভর্নর ফজলে কবির এ মুদ্রানীতি ঘোষণা করবেন।
এবারও বেসরকারি খাতের ঋণের যোগান বাড়ানোর সম্ভাবনা রয়েছে।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কাঙ্খিত প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখার প্রয়াস থেকে প্রতি অর্থবছরে দুইবার আগাম মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রাকে অগ্রাধিকার দিয়ে মুদ্রানীতিতে ঋণ ও মুদ্রার জোগান বাড়ানো বা কমানোর লক্ষ্য স্থির করা হয়।
চলতি অর্থবছরে ৭ দশমিক ২ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যোত্রা নির্ধারণ করেছে সরকার। আর মূল্যস্ফীতি ৫ দশমিক ৮ শতাংশের মধ্যে সীমিত রাখার কথা বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ বিরূপাক্ষ পাল বলেন, বাংলাদেশ ব্যাংক জাতীয় বাজেটের সঙ্গে সমন্বয় রেখে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য ঋণের প্রবাহ বাড়ানো বা কমানো এবং মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনকে প্রাধান্য দিয়ে মুদ্রানীতি প্রণয়ন করে থাকে।
বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এসই/এএসআর