ঢাকা: অভ্যন্তরীণ সম্পদ বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে বিসিএস (কাস্টমস অ্যান্ড এক্সাইজ) ক্যাডারের ১৫ কর্মকর্তা অতিরিক্ত কমিশনার পদে পদোন্নতি পেয়েছেন।
মঙ্গলবার (২৬ জুলাই) অর্থমন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধিশাখা-৩ (শুল্ক) এর উচ-সচিব মো. হুমায়ুন কবীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
কর্মকর্তাদের মধ্যে রয়েছেন- বেনাপোল কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার (চলতি দায়িত্ব) মো. ফিরোজ উদ্দিন আহমেদ, ঢাকা উত্তর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার (চলতি দায়িত্ব) একেএম মাহবুবুর রহমান।
জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ ফাইজুর রহমান, প্রথম সচিব (চলতি দায়িত্ব) মো. সামছুল ইসলাম, প্রথম সচিব (চলতি দায়িত্ব) মোহাম্মদ আকবর হোসেন, প্রথম সচিব (চলতি দায়িত্ব) আবুল বাসার মো. শফিকুর রহমান।
প্রথম সচিব (চলতি দায়িত্ব) মো. নেয়াজুর রহমান, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (চলতি দায়িত্ব) খালেদ মোহাম্মদ আবু হোসেন।
কমলাপুর আইসিডি কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার (চলতি দায়িত্ব) কাজী তৌহিদা আখতার, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (চলতি দায়িত্ব) মো. আবদুল হাকিম।
পানগাঁও কাস্টমস হাউজের অতিরিক্ত কমিশনার (চলতি দায়িত্ব) জুয়েল আহমেদ, ঢাকা দক্ষিণ কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার বেগম নাহিদা ফরিদী।
চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার ম সফিউজ্জামান, চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির যুগ্ম পরিচালক সৈয়দ আতিকুর রহমান ও ঢাকা কাস্টমস বন্ড কমিশনারেটের অতিরিক্ত কমিশনার (চলতি দায়িত্ব) মো. কামরুজ্জামান।
বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
আরইউ/এসএনএস