ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০১৬-১৭ অর্থ বছরের বাজেটের পরিমাণ গত ২০১৫-১৬ অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় তিনগুণ। তবুও প্রস্তাবিত এ বাজেট বাস্তবায়ন করা সম্ভব বলে মনে করেন ডিএসসিসি'র মেয়র সাঈদ খোকন।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন মেয়র সাঈদ খোকন।
অনুষ্ঠানে এই অর্থবছরে ৩ হাজার ১৮৩ কোটি ৬৫ লাখ টাকার বাজেট ঘোষণা ও গত ২০১৫-১৬ অর্থবছরের ১ হাজার ৫২ কোটি ৪৯ লাখ টাকার সংশোধিত বাজেট অনুমোদন করা হয়।
২০১৫-১৬ অর্থবছরে প্রস্তাবিত বাজেট ছিল ২ হাজার ৮৫ কোটি ৩৬ লাখ টাকা।
বাজেট বিশ্লেষণ করে দেখা গেছে, গত অর্থবছর নিজস্ব উৎস থেকে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৬৩২ কোটি ৯ লাখ টাকা। সংশোধিত বাজেটে এর পরিমান দাঁড়ায় ৪২৬ কোটি ৯৩ লাখ টাকা। কিন্তু এবার বাজেটে নিজস্ব উৎস থেকে ১ হাজার ৩৯১ কোটি ২৭ লাখ টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
গত অর্থবছর সরকারি ও বৈদেশিক উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ হাজার ৩৮৭ কোটি ৬৯ লাখ টাকা। কিন্তু এ খাতে মাত্র ৫৩৮ কোটি ৬৫ লাখ টাকা আয় হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে এ খাতে আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ হাজার ৭০৩ কোটি ৩২ লাখ টাকা।
বাজেট ঘোষণার সময় মেয়র জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় হাসপাতাল, কলেজ, ম্যাটারনিটি সেন্টার বেশি থাকায় এতে ৬৫ শতাংশ ব্যয় ও ৩৫ শতাংশ আয় হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের চিত্র বিপরীত। সেখানে ব্যয় ৩৫ শতাংশ ও আয় ৬৫ শতাংশ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মেয়র সাঈদ খোকন বলেন, জাতীয় বাজেটের তুলনায় আমাদের বাজেটের আকার এতো বড় নয়। ডিএসসিসির কোনো দায়-দেনা নেই। তাই এ বাজেট বাস্তবায়ন সম্ভব।
বাজেট ঘোষণার সময় ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
টিএইচ/এএসআর