ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকিং ব্যবস্থাকে দক্ষ-বিনিয়োগবান্ধব করতে হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, আগস্ট ২, ২০১৬
 ব্যাংকিং ব্যবস্থাকে দক্ষ-বিনিয়োগবান্ধব করতে হবে

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ফজলে কবির বলেছেন, ব্যাংকিং ব্যবস্থাকে আরও দক্ষ এবং বিনিয়োগবান্ধব করতে হবে। খেলাপি ঋণ কমানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এজন্য ব্যাংকগুলোর ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও জোরদার করতে হবে।

সোমবার (০১ আগস্ট) ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট- ২০১৫’র মোড়ক উন্মোচন শেষে তিনি এ কথা বলেন।

ফজলে কবির বলেন, দেশে উন্নত সংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে বড় অঙ্কের ঋণগুলোর ক্ষেত্রে নজরদারি বাড়াতে হবে। সেই লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকে বৃহদাঙ্ক ঋণ মনিটরিং সফটওয়্যার (সিডিএলসি) স্থাপন করা হয়েছে।

এ সময় ডেপুটি গভর্নর, চেঞ্জ ম্যানেজম্যান্ট উপদেষ্টা, সিনিয়র উপদেস্টা, নির্বাহী পরিচালক, সংশ্লিস্ট বিভাগের মহাব্যবস্থাসহ বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীরা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের চেঞ্জ ম্যানেজমেন্ট উপদেষ্টা আল্লাহ মালিক কাজেমি বলেন, বড় ঋণ গ্রহীতাদের অনুকূলে বেশি ঋণ কেন্দ্রীভূত, যা এ খাতের জন্য বিপজ্জনক হতে পারে। এটা নিয়ন্ত্রণ করা জরুরি। তবে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যেই এ ধরনের ঋণ মনিটরিংয়ে সফটওয়্যার (সিডিএলসি) চালু করেছে।

জয়েন্ট লিডার ফোরাম  (জেএলএফ) গঠনের মাধ্যমে সিডিএলসিতে রিপোর্টকৃত দুর্দশাগ্রস্ত ঋণগুলো মনিটরিং করা যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ সময়: ০২৫০ ঘণ্টা, আগস্ট ০২, ২০১৬
এসই/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।