ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রূপালী ব্যাংকে নতুন এমডি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, আগস্ট ২৮, ২০১৬
রূপালী ব্যাংকে নতুন এমডি

ঢাকা: রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মো. আতাউর  রহমান প্রধান।

রোববার (২৮ আগস্ট) নতুন কর্মস্থলে যোগ দেন তিনি।

এর আগে প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন আতাউর।

১৯৮৪ সালে তিনি অর্থনৈতিক বিশ্লেষক হিসেবে সোনালী ব্যাংক লিমিটেডে যোগদানের মাধ্যমে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।

সর্বশেষ বিভিন্ন গ্রেডে পদোন্নতি পেয়ে ব্যাংকটির উপ-ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন আতাউর।

দীর্ঘ ব্যাংকিং জীবনে সোনালী ব্যাংকের  প্রধান কার্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ এবং স্থানীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক ছাড়াও সোনালী ব্যাংক ইউকে-এর প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন।

চাকরি জীবনে আমেরিকা, অস্ট্রেলিয়া, দুবাই, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, চীন, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ডসহ বিশ্বের বিভিন্ন  দেশে সেমিনার ও  প্রশিক্ষণে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ স্নাতক।

বাংলাদেশ সময়: ১৭২৫ঘণ্টা, আগস্ট: ২৮, ২০১৬
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।