ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আসছেন ১৬ অক্টোবর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট আসছেন ১৬ অক্টোবর

ঢাকা: দারিদ্র্য নিরসনে সাফল্য উৎসব ‘বিশ্ব দারিদ্র্য বিমোচন দিবস’ এ যোগ দিতে চলতি বছরের ১৬ অক্টোবর ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

রোববার (১১ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র বলছে, তিনদিনের সফরে ঢাকায় আসার পরের দিন অর্থাৎ ১৭ অক্টোবর এ উৎসবে যোগ দেবেন তিনি।

সেদিন ঢাকায় দারিদ্র্য বিমোচন নিয়ে একটি ‘পাবলিক লেকচার’ হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেবেন কিম।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী কেভিন রুডসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ অর্থনীতিকরা বক্তব্য দেবেন ওই উৎসবে।

বাংলাদেশ সময়: ২০১০ঘণ্টা, সেপ্টেম্বর: ১১, ২০১৬
এসই/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।