বেনাপোল(যশোর): বেনাপোল স্থলবন্দরে সিঅ্যান্ডএফ কর্মচারীদের ডাকা ৩ ঘণ্টা কর্মবিরতি শেষে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়েছে। তবে শর্ত দেওয়া হয়েছে তিন দফা দাবি না মানলে বুধবার(২১ সেপ্টম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত পুনরায় কর্মবিরতি পালন করা হবে।
সোমবার(১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে এপথে আমদানি-রফতানি বাণিজ্য শুরু হয়।
এদিকে, সকালে কাস্টমসের সামনে কর্মবিরতিতে থাকা সিঅ্যান্ডএফ কর্মচারীরা কাস্টমস হাউজের যুগ্ম কমিশনার মোস্তাফিজুর রহমানের নাম উল্লেখ করে বিক্ষোভ সভা করেন। এসময় সেখানে উপস্থিত ছিলেন, বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মবিরতি শেষে নেতারা শর্ত দিয়ে আল্টিমেটাম দেন। শর্তগুলো হচ্ছে, ১/অবিলম্বে সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান নিরা এন্টারপ্রাইজের বিল লক খুলে দিতে হবে। ২/ সিঅ্যান্ডএফ কর্মচারীর বাতিল করা কাস্টমস সরকার পারমিট লাইসেন্স সচল করতে হবে। এবং ৩/ আমদানি পণ্য ছাড় করানোর ক্ষেত্রে কাস্টমসের ঘুষ বাণিজ্য ও হয়রানি বন্ধ করতে হবে।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার সহকারী রাজস্ব কর্মকর্তা তিতুমির আহম্মেদ আমদানি-রফতানি শুরুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, বন্দরে পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে।
এর আগে সোমবার(১৯ সেপ্টম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বেনাপোল বন্দরে একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের লাইসেন্সের বিল লক ও এক কর্মচারীর কাস্টমস পারমিট কার্ড বাতিলের প্রতিবাদে ৩ ঘণ্টা কর্মবিরতিতে আমদানি-রফতানি বাণিজ্য ও পণ্য খালাস বন্ধ ছিল।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
এজেডএইচ/আরএ
** বেনাপোল বন্দরে কর্মবিরতি, পণ্য খালাস ও আমদানি-রফতানি বন্ধ