ঢাকা: গত বোর্ড সভায় একটি বিদেশি কোম্পানি আগ্রহ প্রকাশ করার পর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কৌশলগত বিনিয়োগকারীর হতে আগ্রহ প্রকাশ করেছে দেশীয় একটিসহ আরো ছয় বিদেশি কোম্পানি।
ডিএসইর বোর্ড সভায় কোম্পানিগুলো তাদের আগ্রহের কথা জানিয়েছে।
বিদেশি কোম্পানিগুলো হচ্ছে- নাজডাক, সিডিসি, ফন্টইয়ার ফান্ড, বুমার্স অ্যান্ড পাটনার্স, আইএফসি এবং কিংওয়ে ক্যাপিটাল। বিদেশি ছয় প্রতিষ্ঠানের পাশাপাশি দেশীয় স্কয়ার গ্রুপও ডিএসইর শেয়ার কিনে কৌশলগত বিনিয়োগকারী হতে সভায় তাদের তথ্য-উপাত্ত নিয়ে একটি আগ্রহপত্র উপস্থাপন করেছে।
এর আগে গত বোর্ড সভায় একটি বিদেশি কোম্পানি আগ্রহ প্রকাশ করে। আগামী বোর্ড সভায়ও ‘প্রাইজ ওয়াটার হাউজ’ নামে একটি বিদেশি প্রতিষ্ঠান তাদের আগ্রহপত্র উপস্থাপন করবে বলে জানা গেছে।
এরপর কোম্পানিগুলোর সব ধরনের তথ্য যাচাই-বাছাই করে কৌশলগত বিনিয়োগকারী বেছে নেবে।
মিউচ্যুয়ালাইজড স্টক এক্সচেঞ্জের অন্যতম শর্ত হলো কৌশলগত বিনিয়োগকারীদের হাতের ডিএসইর শেয়ার বিক্রি করা।
বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৬
এমএফআই/জেডএস