ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য-প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে ‘আইসিটি ফর ডেভলপমেন্ট অ্যাওয়ার্ড’ প্রদান করায় অভিনন্দন জানিয়েছে টাঙ্গাইল চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রি।
বুধবার (২১ সেপ্টেম্বর) সংগঠনের সভাপতি আবুল কাশেম আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিনন্দন জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজিটাল বাংলাদেশ প্রকল্প গ্রহণের মাধ্যমে বাংলাদেশের নাগরিকদের সহায়তা করে যাচ্ছেন জয়। তার এ অ্যাওয়ার্ড দেশের ডিজিটালাইজেশনকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
ওয়ার্ল্ড অর্গানাইজেশন অব গভর্নেন্স অ্যান্ড কম্পিটিভনেস, প্লান ট্রিফিনিও, গ্লোবাল ফ্যাশন ফর ডেভেলপমেন্ট ও যুক্তরাষ্ট্রের কানেকটিকাট প্রদেশের নিউ হেভেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেস এ চারটি খ্যাতিমান প্রতিষ্ঠান সম্মিলিতভাবে জয়কে এ পুরস্কার দিয়েছে।
প্রথম বাংলাদেশি হিসেবে সজীব ওয়াজেদ জয় ২০০৭ সালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম থেকে ‘ইয়াং গ্লোবাল লিডার’ অ্যাওয়ার্ড লাভ করেন।
বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৬
এসই/জিপি/এসএইচ