ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান জানিয়েছেন, নতুন ভ্যাট আইন যে ১৯৯১ সালের আইনের চেয়ে উন্নতমানের এ বার্তা সবার কাছে পৌঁছে দিতে হবে।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর আইডিইবি ভবনে ভ্যাট অনলাইন প্রকল্প কার্যালয়ে প্রশিক্ষণার্থী ব্যবসায়ী প্রতিনিধিদের সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
এনবিআর-এফবিসিসিআই যৌথ পার্টনারশিপ প্রোগ্রামের আওতায় ভ্যাট বিষয়ে তিন দিনব্যাপী (২৮-৩০ সেপ্টেম্বর) প্রশিক্ষণ কর্মশালায় ৩০ ব্যবসায়ী প্রতিনিধি অংশ নেয়।
চেয়ারম্যান বলেন, এফবিসিসিআই-এনবিআর যৌথ পার্টনারশিপ একটি ভবিষ্যৎমুখী ও বাস্তব বিষয়। ভ্যাট আইন বাস্তবায়নে এফবিসিসিআই ও এর নেতাদের নিয়ে আগাতে হবে।
নতুন ভ্যাট আইন সম্পর্কে সারাদেশের ব্যবসায়ীসহ সবাইকে সচেতন করতে হবে। এ আইন যে ১৯৯১ সালের আইনের চেয়ে উন্নতমানের এ বার্তা সবাইকে দিতে হবে জানান তিনি।
এরই ধারাবাহিকতায় ব্যবসায়ী প্রতিনিধিদের প্রশিক্ষক অবদি প্রশিক্ষণ (টিওটি) দেওয়া হয়েছে। এফবিসিসিআই’র আলোকিত ৩০ প্রতিনিধিকে অভিনন্দন জানান চেয়ারম্যান।
টিওটি’দের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা অত্যন্ত সক্রিয়ভাবে, দক্ষতার সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। আপনারা নিজেদের প্রশিক্ষকের গুণাবলী শানিত করেছেন। আমাদের দায়িত্ব হচ্ছে আপনাদের নিয়ে মাঠ পর্যায়ে যাওয়া।
এ প্রশিক্ষণের মাধ্যমে এনবিআরের সঙ্গে এফবিসিসিআই অংশীদারিত্বমূলক সম্পর্ক জোরদার করার জন্য অভিনন্দন জানান চেয়ারম্যান মো. নজিবুর রহমান।
‘এ প্রশিক্ষক-প্রশিক্ষণ দিয়েই শেষ করবো না। বিভাগীয় পর্যায়ে দু’দিনের প্রশিক্ষণে এ প্রশিক্ষকরা দায়িত্ব পালন করবেন। বিভাগের যারা প্রশিক্ষক হবেন তারা জেলা পর্যায়ে গিয়ে একদিনের প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবেন। ’-বলেন তিনি।
তিনি বলেন, বাংলাদেশে আমরা রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার জন্য যে প্রয়াস চালাচ্ছি তাতে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে এফবিসিসিআইসহ সারাদেশের মানুষ যে রয়েছে তার একটি সমুজ্জল ব্যাপ্তি দেখতে পাচ্ছি।
‘এ সঙ্গে থাকা আশান্বিত করছে যে নির্ধারিত সময়ের মধ্যে আমরা ভ্যাট অনলাইনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করতে পারবো। জনগণকে সচেতন করবো। ব্যবসায়ীদের সঙ্গে দৃঢ় থেকে দৃঢ়তর অংশীদারিত্ব স্থাপন করবো। ’-বলেন তিনি।
অনুষ্ঠানে এনবিআর সদস্য (মূসক নীতি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন, এনবিআর সদস্য ও ভ্যাট অনলাইন প্রকল্প পরিচালক মো. রেজাউল হাসানসহ প্রকল্প কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩০, ২০১৬
আরইউ/এসএইচ