ঢাকা: বসুন্ধরা পেপার মোবাইল রিচার্জ অফারের দ্বিতীয় পর্বের বিজয়ীদের হাতে স্মার্টফোন ও ল্যাপটপ তুলে দিলেন বসুন্ধরা গ্রুপের পরিচালক ইয়াশা সোবহান। এ সময় তিনি বিজয়ীরা বসুন্ধরা পেপার ব্যবহার করায় অভিনন্দন জানান।
মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় বসুন্ধরা ইন্ডাস্ট্রিয়াল হেডকোয়ার্টার ২-এ বসুন্ধরা পেপারের মোবাইল রিচার্জ অফারের দ্বিতীয় পর্বের সারপ্রাইজ গিফট নেন তিনজন বিজয়ী।
এ পর্বের বিজয়ী ব্র্যাক ব্যাংক কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক, মাছিহাতা সোয়েটার লিমিটেডের কর্মকর্তা মো. সোহাগ মিয়া ও ইন্টার স্টাফ অ্যাপারেল লিমিটেড কর্মকর্তা মো. আল আমিনের হাতে পুরস্কার হিসেবে স্মার্টফোন ও ল্যাপটপ তুলে দেন ইয়াশা সোবহান।
এসময় আয়োজিত অনুষ্ঠানে বসুন্ধরা পেপারের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, বাজারে সবচেয়ে উন্নতমান ও আন্তর্জাতিক মানসম্পন্ন খাতা তৈরি করে বসুন্ধরা পেপার। বসুন্ধরা খাতা দামে সাশ্রয়ী ও কালি কম লাগে। বাজারের অন্য পেপারে লিখতে গেলে অপর পৃষ্ঠায় দাগ পড়ে যায়, কিন্তু বসুন্ধরার পেপারে সেটা হয় না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা পেপার মিলসের হেড অব ডিভিশন (সেলস) মো. মাসুদুজ্জামান, হেড অব ডিভিশন (অ্যাকাউন্টস) মুজাহিদুল ইসলাম, হেড অব সেলস পেপার প্রোডাক্ট মাসুদুর রহমান, বসুন্ধরা গ্রুপের জেনারেল ম্যানেজার ডেভেলপমেন্ট অ্যান্ড বিজনেস ইন্টেলিজেন্ট মো. তৌফিক হাসান প্রমুখ।
বাংলাদেশ: ১৪৩৩ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
এসএ/এএ