ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এডিপি বাস্তবায়ন ৪১০০ কোটি বেশি হয়েছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
এডিপি বাস্তবায়ন ৪১০০ কোটি বেশি হয়েছে

ঢাকা: ২০১৬-১৭ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের হার গত বছরের থেকে ৪ হাজার ১০০ কোটি টাকা বেশি হয়েছে।

চলতি বছরের তিন মাসে এডিপি বাস্তবায়ন হয়েছে ৮ দশমিক ৭৩ শতাংশ।

যা টাকার অঙ্কে ১০ হাজার ৭০০ কোটি টাকা।

অন্যদিকে গত অর্থবছরের একই সময়ে এডিপি বাস্তবায়ন হয়েছিল ৭ শতাংশ, যা টাকার অংকে ছিল ৬ হাজার ৮০০ কোটি টাকা।

মঙ্গলবার (০৪ অক্টোবর) রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

পরিকল্পনা মন্ত্রী বলেন, পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে এবার এডিপি বাস্তবায়নের হার ভালো। তিন মাসে ৮ দশমিক ৭৩ এডিপি বাস্তবায়ন হয়েছে। গত বছর যা ছিল ৭ শতাংশ। টাকার হিসাবে গত বছরের তুলনায় ৪ হাজার ১০০ কোটি টাকা বেশি বাস্তবায়ন করেছি।

২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ধরা হয়েছে মোট উন্নয়ন ব্যয় ১ লাখ ১৭ হাজার ২৭ কোটি টাকা। এর মধ্যে মূল এডিপি ১ লাখ ১০ হাজার ৭০০ কোটি, এডিপিবহির্ভূত উন্নয়ন ব্যয় ৪ হাজার ১৪৭ কোটি টাকা।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
এমআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।