ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বেনাপোল বন্দরে ভারতের সঙ্গে ৬ দিন বাণিজ্য বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
বেনাপোল বন্দরে ভারতের সঙ্গে ৬ দিন বাণিজ্য বন্ধ       ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা পূজা ও মুসলিমদের আশুরা উপলক্ষে দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য ৬ দিন বন্ধ থাকবে।

তবে এ সময় ২ দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মাফিজুর রহমান সজন বাংলানিউজকে জানান, পূজার জন্য ৫ দিন ও আশুরার কারণে ভারতের পেট্রোপোল বন্দর ৬ দিন বন্ধ থাকবে বলে ওই বন্দরের ব্যবসায়ীরা মৌখিকভাবে তাদের জানিয়েছেন।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, এখন পর্যন্ত তারা ছুটির কাগজ হাতে পাননি। তবে পূজা ও আশুরা উপলক্ষে ১১ ও ১২ অক্টোবর ২ দিন বন্দরে সরকারি ছুটি থাকবে।

এই ২ দিন ছাড়া ছুটি ছাড়া অন্যান্য দিন বেনাপোল বন্দরে পণ্য ওঠানামার কাজ চলবে বলে জানান তিনি।

তবে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকলে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের উপপরিদর্শক (এসআই) জিয়াউর রহমান।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
এজেডএইচ/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।