ভোলা: ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের ৪ নম্বর কূপ থেকে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়েছে।
বুধবার (০৫ অক্টোবর) দুপুর থেকে ওই কূপে গ্যাস উত্তোলন শুরু করে বাংপেক্স।
এরআগে ২০০৪ সালে ওই কূপের ওপরের জোন থেকে গ্যাস উত্তোলন করা হলেও কয়েকদিন পর যান্ত্রিক ত্রুটির কারণে তা বন্ধ হয়ে যায়।
শাহবাজপুর গ্যাসক্ষেত্রের ফিল্ড ইনচার্জ জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, আগামী ৪/৫ দিনের মধ্যে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু হবে।
তিনি জানান, প্রতিদিন এ কূপ থেকে ১৫/১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হবে। এ গ্যাস ২২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ প্লান্টে কাজে লাগানো হবে।
এরআগে থেকে শাহবাজপুরে ১, ২ ও ৩নং কূপ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছিল।
১৯৯৩ সালের দিকে ভোলার বোরহানউদ্দিনে শাহবাজপুর গ্যাসক্ষেত্র আবিষ্কার হয়। এরপর সেখানে ৪টি কূপ খনন করা হয়।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৬
এসআর