সাতক্ষীরা: সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে মাসব্যাপী গ্রামীণ হস্তশিল্প ও ঈদ আনন্দ মেলা-২০১৬।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-দুই আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
সবুজ বাংলা ট্রেড ফেয়ার অর্গানাইজেশনের সহযোগিতায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত মাসব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন মশু। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, সিনিয়র সহকারী পুলিশ সুপার আমির খসরু, সাতক্ষীরা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি শেখ নুরুল হক, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম ও সবুজ বাংলা ট্রেড ফেয়ার অর্গানাইজেশনের চেয়ারম্যান আজিজুর রহমান সোহেল।
মেলায় দর্শক মাতাতে প্রতিদিন সার্কাস, পুতুল নাচ, নাগরদোলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। মেলা উপলক্ষে সাজানো হয়েছে গোটা কলেজ মাঠ।
বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
এসআই