ঢাকা: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি) আয়োজিত কর্মশালায় অংশ নিতে ভারতে যাচ্ছেন বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ১০ কর্মকর্তা।
কমিশন সূত্র জানায়, সেবি’র সিকিউরিটিজ মার্কের ওপর অনুষ্ঠেয় কর্মশালায় অংশ নিতে আগামী রোববার (১৬ অক্টোবর) ঢাকা ত্যাগ করবেন তারা।
গত ৯ অক্টোবর অর্থমন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব মোছা. জোহরা খাতুন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক নির্দেশনায় ১০ কর্মকর্তার নাম চূড়ান্ত করা হয়।
এরা হলেন কমিশনের উপ-পরিচালক জিয়াউর রহমান, শেখ মো. লুৎফুল কবির, মো. ফারুক হোসেন, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, মোল্লা মিরাজ-উস-সুন্নাহ, সহকারী পরিচালক মো. আশরাফুল আলম, নানু ভূঞা, মোহাম্মদ আসিফ ইকবাল, এস এম আহসানুল কবির এবং মো. শাহনেওয়াজ।
আগামী ১৭ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত মোট ২৪ দিন ভারত সফরে থাকবেন তারা। এই কর্মকর্তাদের সম্পূর্ণ খরচ বহন করবে বাংলাদেশ সরকার।
ওই নির্দেশনায় বলা হয়, কর্মশালায় যোগ দেওয়ার লক্ষে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের ১০ কর্মকর্তাকে আগামী ১৭ অক্টোবর থেকে ১১ নভেম্বর পর্যন্ত ভারত ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।
বিধি মোতাবেক, ভ্রমণের ব্যয়ভার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বৈদেশিক ও প্রশিক্ষণ ও ভ্রমণ খাত থেকে বহন করা হবে।
কর্মশালায় অংশগ্রহণের সময়কে কর্তব্যসময় হিসেবে গণ্য করা হবে এবং বিদেশে অবস্থানের সময় বেতন-ভাতা তারা বাংলাদেশি অর্থে প্রাপ্য হবেন। তবে সরকারের পুর্বানুমতি ব্যতিত তারা অনুমোদিত মেয়াদের অতিরিক্ত সময় বিদেশে অবস্থান করতে পারবেন না।
বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৬
এমএফআই/এটি