ঢাকা: শিগগির দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সচিবরা। আগামী ১৬ নভেম্বর নয়াদিল্লিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
সোমবার (২৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, অনুষ্ঠেয় ওই বৈঠকে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কে ট্রানজিট-ট্রান্সশিপমেন্ট, শুল্ক বাধা, বিএসটিআইয়ের মানগ্রহণ, আমদানি-রফতানিসহ বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা হবে। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলে নেতৃত্ব দেবেন বাণিজ্য সচিব হেদায়েত উল্লাহ আল মামুন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নৌ প্রটোকলের আওতায় তৃতীয় দেশে ট্রানজিট পাওয়া, কাউন্টারভেলিং শুল্ক বাধা দূর করা, বিএসটিআইয়ের ছাড়কৃত পণ্যকে গ্রহণ, স্থলবন্দরগুলোকে আরও সক্রিয় করার বিষয় সচিব পর্যায়ের বৈঠকে গুরুত্ব পাবে।
এছাড়া অবৈধ বাণিজ্য রোধে সীমান্ত হাটকে গতিশীল করার বিষয়টিও বিশেষভাবে আলোচনা করবে দু’ পক্ষ।
ভারতের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি কমানোর বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ।
জানা যায়, সচিব পর্যায়ের বৈঠকের আগে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে এর আলোচ্যসূচি নির্ধারণ করা হবে। এ নিয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো কাজ করছে।
বাংলাদেশ সময়: ০২৪৫ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
জেপি/এইচএ/