ঢাকা: মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি বাড়লেও দেশের মানুষের মাথাপিছু আয় ১ ডলার কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬৫ ডলার।
মঙ্গলবার (২৫ অক্টোবর) নগরীর শেরে বাংলানগর এনইসি সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) পরিসংখ্যান তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ৮ মাস আগে মাথাপিছু আয় প্রাক্কলন করা হয়েছিল ১ হাজার ৪৬৬ ডলার। তা থেকে কমেছে ১ ডলার। তখন থেকে অবশ্য ডলারের দাম বেড়েছে। তাই আয় কমেছে বলে বলা যাচ্ছে না।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পরিকল্পনামন্ত্রী জানান, চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৭.১১ শতাংশ। প্রাথমিক হিসেবে এ হার ৭.০৫ শতাংশ ধরা হয়েছিল। তবে চূড়ান্ত হিসেবে তা বেড়ে গেছে।
আ হ ম মুস্তফা কামাল বিষয়টি সভার সভাপতি একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেন।
দেশের ইতিহাসে এই প্রথম মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি সাত শতাংশের ঘর অতিক্রম করলো বলেও জানান পরিকল্পনামন্ত্রী।
বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০১৬
এমআইএস/এএসআর