ঢাকা: খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত না করার কারণে দেশে প্রতি বছর এক বিলিয়ন ডলার (১ ডলার সমান ৭৮ টাকা) আর্থিক ক্ষতি হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ সময় তিনি পুষ্টিহীনতার কারণ হিসেবে ‘টিনেজ ম্যারেজে’র কথা উল্লেখ করেন।
বুধবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে ‘স্ট্র্যাটেজিক রিভিউ অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রেশন বাংলাদেশ’র উপর রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে বক্তব্যে এ কথা বলেন অর্থমন্ত্রী।
টিনেজ ম্যারেজ রোধে সমাজভিত্তিক কর্মসূচি আন্দোলনের উপর জোর দিয়ে অর্থমন্ত্রী বলেন, প্রয়োজনে এ কর্মসূচির জন্য বাজেটে বরাদ্দ দেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এমআইএস/জেডএস