ঢাকা: প্রাপ্য পাওনাদি পাওয়ার আশ্বাস নিয়ে (বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সংগঠনে (বিজিএমইএ) গেলেও হতাশ হয়ে ফিরতে হয়েছে টিকাটুলির মৃন্ময় গার্মেন্টসের শ্রমিকদের।
মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল থেকে বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত মৃন্ময় কারখানার ৩৭০ জন শ্রমিক নায্য পাওনা নিতে বিজিএমইএ ভবনে অপেক্ষা করেছেন বলে জানিয়েছেন কারখানাটির শ্রমিকরা।
শ্রমিকরা জানান, ১ অক্টোবর হঠাৎই মালিক নোটিশ দেন কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। শ্রমিকরা চাইলে আশুলিয়া মালিকের কারখানায় কাজ করতে পারেন। কিন্তু শ্রমিকরা অস্বীকৃতি জানান। তখন মালিকপক্ষের সঙ্গে চুক্তি হয় চলতি মাসের ২৫ তারিখের মধ্যে শ্রমিকদের আইনগত প্রাপ্য সুবিধাদি দেওয়া হবে। কিন্তু ২৫ তারিখ শ্রমিকরা কারখানায় এলেও তাদের কোনো পাওনাদি দেওয়া হয়নি। তখন শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে আসেন বিজিএমইএতে।
বিজিএমইএ থেকে একাধিকবার মৃন্ময় কারখানার শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা টাকা দিতে অস্বীকৃতি জানায় বলে বিজিএমইএ সূত্র জানায়।
ঘটনাটি জানান টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক তপন সাহা।
তপন সাহা বাংলানিউজকে বলেন, মৃন্ময়ের শ্রমিকদের পাওনাদি ২৫ তারিখের মধ্যে পরিশোধ করার কথা ছিলো। যেসব শ্রমিক এক বছরের বেশি সময় ধরে কাজ করছেন তাদের ১ মাসের বেসিক বেতন, যারা এক বছরের কম সময় ধরে কাজ করছেন তাদের ২০ দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। শ্রমিকরা বিজিএমইএ‘তে অবস্থান নিলেও সহযোগিতা করেনি।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) কলকারখানা অধিদপ্তরের উপ মহাপরিদর্শকের কার্যালয়ে শ্রমিক, মালিক ও বিজিএমইএ বৈঠকে বসবেন।
এ বিষয়ে বিজিএমইএ’র সিনিয়র অ্যাডিশনাল সেক্রেটারি রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
ইউএম/এএ